ফের সচল বিটিসিএল সংযোগ

২২ অক্টোবর, ২০২২ ১৯:০৯  
ফের চালু হয়েছে রাষ্ট্রায়ত্ব টেলিযোগাযোগ সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানির (বিটিসিএল) ল্যান্ডফোনের আউটগোয়িং কল করার সুবিধ। দিনভর ভোগান্তি শেষে শনিবার সন্ধ্যায় সেবাটি সচল হয়েছে। সূত্রমতে, সকাল থেকে আউটগোয়িং বন্ধ থাকায় বিটিসিএলের বিটিসিএল সংযোগথেকে অন্য অপারেটরের ফোনে বিশেষ করে রবি ও গ্রামীণের মোবাইলফোনে কল করা যাচ্ছিল না। এ বিষয়ে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন বলেন, বিদ্যুৎ সমস্যার কারনে বিটিসিএল এক্সেস গেটওয়ে’র রেক্টিফায়ারে ত্রুটি দেখা দিয়েছিলে। ফলে আজ শনিবার সকাল থেকে বিটিসিএল এর ফোনে আউট গোয়িং কল করা যাচ্ছিল না। তবে দ্রুততার সঙ্গে রেক্টিফায়ার পরিবর্তন করা হয়। রেক্টিফায়ার পরিবর্তনের কাজ শেষে সন্ধ্যায় এটি চালু হয়েছে।